১২নং বিনোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টির ২টি ভবন রয়েছে। যার ১টি নতুন ভবন আর অন্যটি পুরাতন। ১টি টয়লেট, বেঞ্চ ৪৬জোড়া, মোট ছাত্র সংখ্যা ২৫৬জন। টিচারের সংখ্যা রয়েছে ৬জন।
১২নং বিনোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৫ সালে বাবু হেরম্ব কুমার গোস্বামীর জমি দানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭৩ সালের পহেলা জুুলাই মাসে জাতীয় করন করা হয়।
পরীক্ষার সাল পাশের হার
২০১০ সালে ১০০ভাগ
২০১১ সাল ১০০ভাগ
২০১২ সাল ১০০ভাগ
২০১৩ সাল ১০০ভাগ
২০১৪ সাল ১০০ভাগ
১ম শ্রেনী- ১৩জন
২য় শ্রেনী- ৩২জন
৩য় শ্রেনী- ২৮জন
৪র্থ শ্রেনী- ২৭জন
৫ম শ্রেনী- ২৮ জন
১২নং বিনোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টির অর্জন শতভাগ।
মানিকগঞ্জ জেলা সদর হইতে ঘিওর বাস স্টান, সে স্থান থেকে রিক্সা/ সিএনজি/মটর সাইকেল/বাইসাইকেল করে খলসী ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের বিনোদপুর বাজার। ১২নং বিনোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বিনোদপুর বাজারের দক্ষিন পাশে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস