১৫ নং বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ভবন সংখ্যা ২টি, ল্যাট্টিন ছয় কক্ষ বিশিষ্ট ১টি, বেঞ্চ ৫০জোড়া, চেয়ার ১২টি। শিক্ষক সংখ্যা ০৯জন। মোট ছাত্র সংখ্যা ৬১৫ জন।
১৫ নং বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির ১৮৩৪সালে প্রতিষ্ঠিত হয়। জমির পরিমান ৩৩শতাংশ।
পরীক্ষার সাল পাশের হার
২০১০ ৯৮%
২০১১ ৯৭%
২০১২ ১০০%
২০১৩ ১০০%
২০১৪ ১০০%
মোট উপবৃত্তি কার্ডের সংখ্যা ২৭৮টি, যৌথ কার্ড ২টি।
১৫ নং বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির অর্জন শতভাগ।
১৫ নং বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টির সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃজনশীল শিক্ষাদান করা।
দৌলতপুর উপজেলা হইতে পায়ে হেটে অথবা, রিক্সা বা মটরসাইকেল করে বিষ্ণুপুর বাজার। বিষ্ণুপুর বাজারের সাথে স্কুল টি অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস