তাছের উদ্দিনের উদ্দোগ্যে মালেক মিয়ার সভাপতিত্বে বিষ্ণুপুর হাই স্কুল নামে প্রতিষ্ঠানটি দার করানো জন্য টাকার প্রয়োজন হলে অতপর স্কুলটি দাড় করানোর জন্য সমুদয় টাকা নুর আলম মিয়া তার পিতার নামে নাম করনের জন্য রাজী হন এবং বিষ্ণুপুর জিএম উচ্চ বিদ্যালয় নামে নাম করন করেন।
মানিকগঞ্জ জেলাধীন দৌলতপুর উপজেলার বিষ্ণপুর জিএম উচ্চ বিদ্যালয়ের বর্তমানে কোন কমিটি চলামান নাই। তবে এটি প্রক্রিয়াধীন আছে। চলমান হওয়া মাত্র আপনাদের জন্য এটি উন্মুক্ত করা হবে।
২০১০ = মোট ছাত্র ৮৪ জন উত্তীর্ণ-৪৬ জন পাশের হার ৫৪.৪৬%
২০১১ = মোট ছাত্র ১০৮ জন উত্তীর্ণ-৭৮ জন পাশের হার ৭২.২২%
২০১২ = মোট ছাত্র ৯৯ জন উত্তীর্ণ-৭১ জন পাশের হার ৭১.৭২%
২০১৩ = মোট ছাত্র ৬২ জন উত্তীর্ণ-২৮ জন পাশের হার ৪৫.১৬%
২০১৪ = মোট ছাত্র ৭৬ জন উত্তীর্ণ-৭৪ জন পাশের হার ৯৭.৩৬%
মানিকগঞ্জ জেলাধীন দৌলতপুর উপজেলার বিষ্ণপুর জিএম উচ্চ বিদ্যালয়ের বর্তমানে কোন অর্জন নাই। তবে এটি প্রক্রিয়াধীন আছে। চলমান হওয়া মাত্র আপনাদের জন্য এটি উন্মুক্ত করা হবে।
মানিকগঞ্জ জেলাধীন দৌলতপুর উপজেলার বিষ্ণপুর জিএম উচ্চ বিদ্যালয় কে একটি মডেল স্কুল হিসেবে প্রতিষ্ঠিত কররাই আমাদের লক্ষ্য।
মানিকগঞ্জ জেলা বাসষ্ট্যান্ড হতে ভিলেজ লাইন বাস যোগে দৌলতপুর উপজেলা। দৌলতপুর উপজেলা হতে মটর সাইকেল যোগে খলশী ইউনিয়নের মধ্যে অবস্থিত বিষ্ণপুর জিএম উচ্চ বিদ্যালয়। জেলা শহর হতে দুরত্ব-৩৪ কিলো মিটার প্রায় এবং উপজেলা সদর হতে দুরত্ব- ০৭ কিলো মিটার প্রায়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস