Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সংবাদ বিজ্ঞপ্তি: "সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্য-সহায়তা প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সকল সদস্য এক দিনের বেতন মাননীয় প্রপধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।"


দৌলতপুর উপজেলার পটভূমি

দৌলতপুর উপজেলা (মানিকগঞ্জ জেলা)  আয়তন: ২১৬.২৪ বর্গ কিমি। অবস্থান: ২৩°৫৪´ থেকে ২৪°০২´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৪১´ থেকে ৮৯°৫৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে চৌহালি ও নাগরপুর উপজেলা, দক্ষিণে শিবালয় ও ঘিওর উপজেলা, পূর্বে সাটুরিয়া উপজেলা, পশ্চিমে বেড়া উপজেলা ও যমুনা নদী।

জনসংখ্যা ১৫৫৬৭৪; পুরুষ ৭৮৫৫৭, মহিলা ৭৭১১৭। মুসলিম ১৪৬৮৩৪, হিন্দু ৮৮১৪, বৌদ্ধ ২০ এবং অন্যান্য ৬।

জলাশয় প্রধান নদী: যমুনা, ধলেশ্বরী ও ইছামতি; গাইঘাটা খাল ও খলসি বিল উল্লেখযোগ্য।

প্রশাসন ১৯১৯ সালে থানা গঠিত হয় এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।