আসুন সবাই মিলে আমাদের নিজ নিজ ঘর/দোকান/শিক্ষা প্রতিষ্ঠান/অফিসের চারপাশ পরিষ্কার করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করি।
এডিস মশা পরিষ্কার পানিতে ডিম দেয় । গাছের টবে, নির্মাণাধীন ভবনের পরিত্যক্ত কৌটা বা ড্রামে, রাস্তায় ডাবের খোসা বা পরিত্যক্ত টায়ার বা অন্য কোন পাত্রে বা ছাদের নিচু স্হানে বা কার্নিশে ভুল ক্রমে জমে যাওয়া অথবা দুই বিল্ডিং এর ফাকে বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতেই মূলতঃ ডিম দেয়।
সরকার, জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালাচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে, কেউ একা কোনদিন ডেঙ্গু নির্মূল করতে পারবে না, যদি সবাই যার যার বাসা-বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসের এডিস নির্মূল না করি।
(সাবরিনা শারমিন)
উপজেলা নির্বাহী অফিসার
দৌলতপুর, মানিকগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS