উপজেলার অর্থনৈতিক কর্মকান্ডের মূল কেন্দ্র হাট-বাজার। উপজেলার বিভিন্ন স্থানে সর্বমোট ১৫ টি হাট-বাজার রয়েছে। এগুলোতে সপ্তাহে একদিন বা দু‘দিন বসে হাট, অবশিষ্ট দিনসমূহে উক্ত স্থান বাজার হিসাবে ব্যবহৃত হয়। হাটে যেমন বারোয়ারী পণ্য উপস্থাপিত হয়, বাজারে ঐ রকম সকল পণ্য বিক্রির জন্য উপস্থাপিত না হলেও স্থানীয় ভাবে উৎপাদিত শাক সবজি, মাছ, দুধসহ পচনশীল দ্রব্যাদি কেনাবেচা হয়ে থাকে। এক্ষেত্রে বাজারে অবস্থিত মুদি দোকান সমূহ ক্রেতাদের চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় মুদি পণ্য সামগ্রী সরবরাহ করে থাকে। বাসাইল উপজেলার হাট-বাজার সমূহের বিবরণ নিম্নরূপঃ
১। দৌলতপুর হাটঃ
দৌলতপুর উপজেলার মধ্যে চকমিরপুর ইউনিয়নে অবস্থিত দৌলতপুর বাজার ৩.৭০ একর এবং চান্দিনা ভিট ০.৪৬ একর। বাজারটি উপজেলার প্রধান বাজার। প্রতি সোমবার এখানে হাট বসে। সপ্তাহের অন্যান্য দিন এখানে দৈনন্দিন বাজার হিসাবে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাবেচা হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS